English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৬ ১১:২০

র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধে দুই র‌্যাব সদস্যসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধে দুই র‌্যাব সদস্যসহ আহত ৪

 

নীলফামারীর কিশোরগঞ্জে ডাকাতদের সাথে বন্ধুকযুদ্ধে দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ ডাকাত গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার হওয়া ডাকাদ্বয় সহোদর বলে জানা গেছে।

র‌্যাবের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুই অস্ত্র বিক্রেতা ও ডাকাতকে ধরতে ক্রেতা সেজে র‌্যাবের একটি দল কালিকাপুর গ্রামের কাউয়ার মোড়ে যায়।এ সময় ডাকাত সহোদর মো. আলী ও আজাদ মিয়ার নেতৃত্বে পাঁচ-সাত জনের একটি দল ছদ্মবেশে থাকা এসআই রস্তুম আলী ও সোহান হোসেনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের সাথে থাকা টাকা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তিন রাউন্ড গুলি ছুড়লে মো. আলীর (৫৫) পায়ে ও আজাদ মিয়ার (৪০) হাতে গুলিবিদ্ধ এবং ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এসআই রুস্তম ও সোহান গুরুতর আহত হয়। ডাকাতদের হামলায় র‌্যাবের দুই এসআই গুরুতর আহত এবং দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।