English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৯

ফেরৎ ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক
ফেরৎ ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা
ফাইল ছবি

জঙ্গী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে গ্রেফতারের পর দেশে ফেরত পাঠানো ২৬ বাংলাদেশীর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে পুলিশ সন্ত্রাস দমন আইনে মামলা করেছে। গোয়েন্দা পুলিশের প্রধান মনিরুল ইসলাম বৃহস্পতিবার বলেন, এই ১৪ জন আনসারুল্লাহ বাংলা সংগঠনের সাথে জড়িত বলে জানা গেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা অব্যাহত রয়েছে। তবে তিনি জানান এই লোকেরা বড় কোন নাশকতার পরিকল্পনা করছিল এমন প্রমাণ এখনো পান নি। অবশ্য তদন্ত অব্যাহত রয়েছে। 

মনিরুল ইসলাম বলেন, সিঙ্গাপুর থেকে বহিষ্কৃত ২৭ জনের মধ্যে একজন চুরির অভিযোগে এবং বাকি ২৬ জনকে জঙ্গী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় পাঠানো হয়। এরা সবাই মূলত নির্মাণ শ্রমিক। বাংলাদেশে থাকার সময় এদের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না।তিনি আরো বলেন, সিঙ্গাপুরের একটি মসজিদে তাদের যাতায়াত ছিল এবং সেখানেই তারা উগ্রপন্থার প্রতি আকৃষ্ট হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর আগে বলেছিলেন, এদের বিরুদ্ধে সিঙ্গাপুর সরকারের আনা অভিযোগ পুলিশ তদন্ত করে দেখছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহ্বুব উজ-জামান বলেন, বহিষ্কৃতরা বেশ কিছু দিন ধরে সিঙ্গাপুরের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিলেন।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কর্তৃপক্ষের নজর এড়িয়ে গোপনে তারা জিহাদি উপকরণ সরবরাহ করতো এবং সাপ্তাহিক বৈঠকে মুসলমানদের নিয়ে জিহাদ চালানোর ব্যাপারে কথা বলতো। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের কিছু ইসলামী দল এবং তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকারের উপরও তাদের ঘৃণা ছিল। তারা সদস্যদেরকে দেশে ফিরে এসে সশস্ত্র জিহাদে অংশ নিতে উৎসাহিত করতো, এবং বাংলাদেশে চরমপন্থি দলগুলোকে অর্থনৈতিক সাহায্যও পাঠাতো বলে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগে উল্লেখ করে।

মন্ত্রণালয় আরও বলেছে, দলের সদস্য সংখ্যা বাড়াতে সচেতনভাবে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করতো, এছাড়া লড়াই করতে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং শিয়াদের পথভ্রষ্ট মনে করে তাদের হত্যাকারীদের সমর্থন করার কথাও বলতো তারা। এরা আমেরিকান ইয়েমেনি ইসলামী নেতা আনওয়ার আল-আওলাকির মতাদর্শের অনুসারী বলে সিঙ্গাপুরের মন্ত্রণালয় উল্লেখ করেছে।