English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১২:১৮

পাঁচ খুন মামলায় ভাগ্নে মাহফুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক
পাঁচ খুন মামলায় ভাগ্নে মাহফুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুনের ঘটনায় নিহত তাসলিমা বেগমের স্বামী মো. শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামের আদালতে আজ বৃহস্পতিবার ১১টা থেকে জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এম এ খায়ের জানান, ভাগ্নে মাহফুজ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন।

প্রসঙ্গত, গত শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ ও জা লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।