English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১১:৩৩

গাইবান্ধায় দুই তরুণকে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় দুই তরুণকে পুড়িয়ে হত্যা

 

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দুই তরুণকে পুড়িয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। উপজেলার কাটাখালি ব্রিজ এলাকার (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের ওপর থেকে আজ বৃহস্পতিবার ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ভোরে (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের ওপরে আগুনে পুড়িয়ে হত্যা করা অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায় তারা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের বয়স ২২-২৫ বছরের মধ্যে। তাদের দেহ পুড়িয়ে দেওয়ায় চেনা যাচ্ছে না। আগুনে তাদের মুখমণ্ডল, বুক ও হাত-পা ঝলসে গেছে। ধারণা করা হচ্ছে, ওই দুই যুবক ধনাঢ্য পরিবারের সন্তান বা ব্যবসায়ী হবে। তাদের পরনে জিন্স, গ্যাবার্ডিন প্যান্ট ও পায়ে দামি জুতা রয়েছে। বুধবার রাতের যেকোনো সময় অন্য কোথাও তাদের হত্যা করা হয়।এরপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করতোয়া নদীর সিসি ব্লকের ওপরে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর।