English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ২১:০৪

মুক্তিপণ না পেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
মুক্তিপণ না পেয়ে হত্যা

মুক্তিপণ না পেয়ে অবহরণকারীরা বড় বিল গ্রামের দুই ভাইকে হত্যা করেছে। বুধবার সকালে কক্সবাজারে রামু উপজেলার বড় বিল গ্রামের রাবার বাগান থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হল- মোহাম্মদ ফোরকানের ছেলে মোহাম্মদ হাসান (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)। নিহত মোহাম্মদ হাসান বাইশারী শাহ নুরুদ্দিন মাদরাসার তৃতীয় শ্রেণ্রির এবং মোহাম্মদ হোছাইন বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

এই ঘটনায় ক্ষুব্ধ জনতা অপহরণকারী চক্রের ৩ সদস্যের বাড়ি পুড়িয়ে দিয়েছে। পাশাপাশি পুলিশ অপহরণ সন্দেহে ৪ জনকে আটক করেছে। এনিয়ে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানিয়েছেন, দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত রবিবার বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় অপহরণকারী চক্র মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোছাইনকে অপহরণ করে। পরে অপহরণকারীরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।