English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ১০:৫৯

ঢাকায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

 

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার গৃহকর্মীর নাম শিল্পী আক্তার (১২)। গৃহকর্তার পরিবারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছে শিল্পী আক্তার। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) রাখা হয়েছে।

মঙ্গলবার টঙ্গী এলাকার একটি মানবাধিকার সংগঠনের পরিচালক আব্দুল আজিজ জানান, সকাল ১০টার দিকে টঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় মানুষের ভিড় দেখে এগিয়ে যান তিনি। পরে তিনি দেখতে পান গৃহকর্মী শিল্প আক্তারের সারা শরীরে গরম খুন্তির ছ্যাঁকার দাগ ও নির্যাতনের চিহ্ন। এ অবস্থায় তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে যান তিনি। পরে বিষয়টি খিলগাঁও থানায় জানানো হলে সেখান থেকে  শিল্পীর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

গৃহকর্মী শিল্পীর গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মাচুয়াখালী গ্রামে। তার বাবার নাম আলতাফ ব্যাপারী। শিল্পী খিলগাঁও বনশ্রী এলাকার ওয়াজেদ ঢালী ও সুইটির বাসায় কয়েক বছর ধরে গৃহকর্মী হিসেবে কর্মরত। খিলগাঁও এর ০২ রোডের, ডি ব্লকের ১২নং বাসায় কাজ করতো শিল্পী।

গৃহকর্তা ওয়াজেদ ঢালী, সুইটি ও তাদের সন্তান অনু প্রায়ই তাকে বিভিন্নভাবে নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে সে আজ বাসা থেকে পালিয়ে বের হয়। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।