English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ২০:১০

বিমানের টয়লেটে ১২ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক
বিমানের টয়লেটে ১২ কেজি সোনা

রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৭ বিমানের টয়লেট থেকে প্রায় ১২ কেজি সোনার বার জব্দ করেছে শুল্ক বিভাগ। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা আরএক্স ৭৮৭ ফ্লাইট থেকে এসব বার জব্দ করা হয়।

শাহজালাল বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের এক মোবাইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শহীদুজ্জামান জানান, রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৭ বিমানটির টয়লেটের ভেতর সোনার বারগুলো লুকানো ছিল। এ ঘটনায় দুই  অভ্যন্তরীণ যাত্রী আটক করা হয়েছে। এঁরা হলেন, মোহাম্মদ আব্দুর রহিম এবং  মো. রফিকুল ইসলাম। তবে এই ঘটনার সঙ্গে রিজেন্ট এয়ারওয়েজের কর্মকর্তাসহ বিমানের ক্রুরা জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।