English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৬:১৮

ডিআইজি প্রিজনকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
ডিআইজি প্রিজনকে হত্যার হুমকি

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি প্রিজন, হেডকোয়ার্টার) কর্নেল এ কে এম ফজলুল হকের কাছে চাঁদা চেয়ে হত্যার হুমকি দিয়েছেন সর্বহারা পার্টি নামে একটি সংগঠনের সদস্য পরিচয়ে এক ব্যক্তি। এ ঘটনায় চকবাজার থানায় জিডি করেছেন ডিআইজি প্রিজন। আজ মঙ্গলবার ১০টা ৫৬ মিনিটে ফজলুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে।

ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মহিউদ্দিন নামে এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির সদস্য পরিচয়ে ০১৬২৫-৫১৪২৮২ নম্বর থেকে ফোন করে বলেন, লোকজনকে চালানোর জন্য টাকা দরকার, টাকা দে। তিনি আরো বলেন, আমি ব্যস্ত আছি, কথা বলতে পারছি না- এমনটা বলার তিনি আবারো বলেন, কিভাবে টাকা নিতে হয় আমাদের জানা আছে। এটা এক ধরনের হত্যার হুমকি বলেই মনে করছেন ফজলুল হক।