English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৮:০৮

হাজতির পেটে সোনার বার!

নিজস্ব প্রতিবেদক
হাজতির পেটে সোনার বার!

 

তাকে আটক করার পর কেউ হয়তো বুঝতেই পারেনি যে আরও চমক অপেক্ষা করে আছে। ঘটনার মূল হোতার নাম   আরিফ হোসেন মুন্সি (৩৬)। গতকাল রোববার মালয়শিয়া থেকে একটি বিমানে করে দেশে ফেরেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি সোনার বারসহ তাকে আটক করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। সোনা চোরাচালানের দায়ে আরিফ হোসেনের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রিমান্ডের শুনানির আগে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তখন আসামি আরিফ হাজতখানার টয়লেটে যাওয়ার প্রয়োজন বোধ করে । টয়লেট থেকে বের হওয়ার পর তাঁর আচরণে সন্দেহ হয় পুলিশের। পরে তাঁর প্যান্টের পকেট তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।   

আসামি আরিফ স্বীকার করেছে, সে নিজেই ওই সোনা বারগুলো মলদ্বার দিয়ে পেটের ভেতরে রেখেছিলেন। পরে টয়লেটে গিয়ে তা বের করে আনেন। আদালতে পরিচিত কাউকে পেলে তাঁর মাধ্যমে সেগুলো পাচার করার পরিকল্পনা ছিল তার। ওসি মুরাদ বলেন, এ সোনা বার উদ্ধারের ঘটনায় আসামি আরিফের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় আরেকটি মামলা করা হবে।