English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১০:১৯

নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে হত্যা, দুই সন্দেহভাজন আটক

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে হত্যা, দুই সন্দেহভাজন আটক
নিহতের স্বজনদের আহাজারি

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বাবুরাইলে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজন ব্যাক্তিকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঁচটি নগরীর মণ্ডলপাড়ায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার শহরের দুই নম্বর বাবুরাইল এলাকার একটি বাসায় একই পরিবারের পাঁচজনের গলাকাটা লাশ পাওয়া যায়। নিহত ব্যক্তিরা হলেন তাসলিমা বেগম (৪০), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) এবং তাসলিমার জা লামিয়া (২৫)। গতকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল সারাদিন ঐ বাসায় কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন এবং আত্মীয়স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তারা রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। রাত ১২টার দিকে ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দুই ঘণ্টা ধরে আলামত সংগ্রহের কাজ করেন। এ দলে নেতৃত্ব দেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুস সালাম। সিআইডির কাজ শেষ হলে লাশের সুরতহাল করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ। ভোররাত চারটার দিকে লাশ পাঁচটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

এদিকে শিশুসহ পাঁচজনকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। ওই দু’জনকে রাত আনুমানিক ১১টার দিকে আটক করা হয়। আটককৃতরা হলেন নিহত লামিয়ার স্বামী শরীফ মিয়া এবং অপরজন নিহত তাসলিমার খালাতো ভাই দেলোয়ার। এই লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।