English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১৩:৩৩

সেই এসআই মাসুদ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
সেই এসআই মাসুদ বরখাস্ত
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর থানার এসআই মাসুদ রানা সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার এতথ্য নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে তিনি জfনান, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদকে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার রাত ১০টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে তল্লাশির নামে গাড়িতে তুলে নেন এসআই মাসুদ।
গোলাম রাব্বীর অভিযোগ, এরপর তাকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করে বাবা-মাকে ওই টাকা দিয়ে যেতে বলেন। না হলে তাকে ক্রসফায়ার দিয়ে লাশ বেড়িবাঁধে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি মোবাইল ফোনের খুদে বার্তায় বন্ধুদের জানালে তারা রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় পুলিশের গাড়ি থেকে তাকে উদ্ধার করে। 
এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। গঠন করা হয় একটি তদন্ত কমিটি। পরে অভিযুক্ত এসআই মাসুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।