English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৬ ১৫:১২

বাগেরহাট বিসিক শিল্প নগরীর মিল থেকে ৫৬২ বস্তা ডাল লুট

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট বিসিক শিল্প নগরীর মিল থেকে ৫৬২ বস্তা ডাল লুট

বাগেরহাটের বিসিক শিল্প নগরীর একটি মিল থেকে ৫৬২ বস্তা মুশুরীর ডাল লুট করেছে সংঘবদ্ধ দুবৃর্ত্তরা। শুক্রবার রাতে বিসিকে'র ‘মেসার্স শক্তি ডাল মিল’ -এ এই লুটের ঘটনা ঘটে।

মিল মালিক স্বপন কুমার বসু জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মিলের গোডাউনের গেট ভেঙে ভেতরে ঢুকে দুজন শ্রমিককে বেঁধে ফেলে দুবৃর্ত্তরা। পরে তারা ২৫ কেজির ৪০৩ টি ও ৫০ কেজির ১৫৯টি মূশুর ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া ডালের অনুমানিক বাজার মূল্যর প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মিলের তিন শ্রমিককে আটক করেছে। এরা হলেন - মুকুল মন্ডল (২৫), তাপস মন্ডল (৩৭), উত্তম কুমার পাল (৩০)।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মিলের ৩ শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক উল্লেখ করে এ বিষয়ে আইনগতো ব্যবস্থা নেওয়া হচ্ছে হলে জানান তিনি।