English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১১:০১

ঢাকায় নিখোঁজ ব্যবসায়ীর লাগেজবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিখোঁজ ব্যবসায়ীর লাগেজবন্দী লাশ উদ্ধার

নিখোঁজ থাকার একদিনের মাথায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের (৪০) লাশ  কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর পূর্ব রায়েরবাগের দোতলা মসজিদ এলাকায় থাকেন। ওই এলাকায় তাঁর মশার কয়েল তৈরির কারখানা আছে। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বলেন, মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যান জাহাঙ্গীর। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। মুঠোফোনও ছিল বন্ধ। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান মেলেনি। সেদিন রাতেই পরিবারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  বুধবার সকালে মুঠোফোনে অজ্ঞাতনামা লোকজন কখনো এক কোটি, কখনো পাঁচ কোটি আবার কখনো ১০ কোটি টাকা দাবি করেন। কিন্তু কীভাবে টাকা পৌঁছাতে হবে-তার কোনো কিছুই বলেননি ওই ব্যক্তিরা। 

দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার বাগচী বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দাউদকান্দির ওই গ্রামের এক স্থানে একটি লাগেজ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে সেখানে গিয়ে লাগেজ খুলে দেখা যায়, সেখানে কম্বল মোড়ানো অবস্থায় একটি লাশ। নিহতের গলায় ফুলা চিহ্ন এবং নাকে রক্ত রয়েছে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, লাশটি ঢাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের। 

এসআই পরিমল আরো বলেন, জাহাঙ্গীরের লাশ উদ্ধারের খবর পেয়েছি। আত্মীয়-স্বজনও কুমিল্লায় রওনা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী জাহাঙ্গীরকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে।