English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ২০:২৯

জোড়া খুনে অাটক তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
জোড়া খুনে অাটক তিনজন রিমান্ডে

সিলেটের খাদিমনগর বিসিক শিল্প নগরীতে বিস্কুট কারখানার দুই কর্মচারী হত্যায় আটক তিন জনকে রিমান্ডের অনুমতি পেয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপরে সিলেট মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দীকী এ আদেশ দেন।

সিলেট আদালত পুলিশের পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, আটক পংকি মিয়া, রকি আহমদ ও জামাল আহমদকে  রিমান্ডের জন্য সাত দিনের সময় চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।  শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত শুক্রবার সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্প নগরীর বনফুল ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী রাজু মিয়া ও তাপু মিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। আহত হন রাসেল আহমদ নামে আরেকজন। এ ঘটনায় শুক্রবার রাতেই রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই পুলিশ তিন জনকে আটক করে।