English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৭:৩৫

মৃত্যু আতঙ্কের কথা বলে দুদকে যেতে চাইছেন না মুসা বিন শমসের

নিজস্ব প্রতিবেদক
মৃত্যু আতঙ্কের কথা বলে দুদকে যেতে চাইছেন না মুসা বিন শমসের

উচ্চরক্তচাপ, ডায়াবেটিসসহ ডেথ ফোবিয়ার (মৃত্যু আশঙ্কা) কথা জানিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)  জিজ্ঞাসাবাদের হাজির হতে সময় বৃদ্ধির আবেদন জানিয়েছেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। আগামীকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা মুসা বিন শমসেরের। ওই জিজ্ঞাসাবাদ পেছানোর জন্য আজ নিজের অসুস্থতার কথা জানিয়ে আবেদন করলেন মুসা।  

মঙ্গলবার দুপুরে মুসা বিন শমসেরের পক্ষে তার জনশক্তি প্রতিষ্ঠান ড্যাটকো প্রাইভেট লিমিটেডের এক কর্মকর্তা দুদক চেয়ারম্যানের বরাবর আবেদনটি করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে ‍মুসা বিন শমসের ডেথ ফোবিয়ায় ভুগছেন। সেই সঙ্গে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস থাকার কারণে জিজ্ঞাসাবাদের তারিখ কমপক্ষে তিন মাস পেছানোর আবেদন করা হয়েছে। দুদকের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুসা বিন শমসেরের আবেদনটি দুদকে জমা দেন তাঁর মালিকানাধীন জনশক্তি প্রতিষ্ঠান ড্যাটকো প্রাইভেট লিমিটেডের উপমহাব্যবস্থাপক এ টি এম মাহবুব মোর্শেদ। আবেদন জমা দেওয়ার পর দুদক থেকে বের হওয়ার সময় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যার (মুসা বিন শমসের) কমপক্ষে দুই থেকে তিন মাস সময় পেছানোর আবেদন করেছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, স্যার মৃত্যু আতঙ্কে থাকেন। ডাক্তারি ভাষায় যেটাকে ডেথ ফোবিয়া বলে। এ ছাড়া তাঁর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আছে।

মুসা বিন শমসের কখন মৃত্যু আতঙ্কে থাকেন? জানতে চাইলে ড্যাটকোর এ কর্মকর্তা বলেন, স্যার যখন ঘুমান তখন তাঁর মনে হয় তিনি হয়তো মারা যেতে পারেন। সুইস ব্যাংকে তাঁর বিপুল পরিমাণ টাকা জব্দ থাকায় এ টাকা কবে অবমুক্ত হয়, এসব চিন্তায় হয়তো স্যারের এমন হচ্ছে।