English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৪:১৪

কি ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ায়?

নিজস্ব প্রতিবেদক
কি ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়ায়?

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। পুলিশসহ আহত হয়েছে বিশ জনের মত। এর জের ধরে আজ মঙ্গলবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তায় নামে মাদ্রাসা ছাত্ররা। কয়েকশ ছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাংকের পাড়সহ কয়েকটি স্থানে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। তারা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ভাংচুর করে এবং রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। তারা রেল লাইনের স্লিপার খুলে ফেলায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিন্তু আসলে কি ঘটেছিল গতকাল? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্র মোবাইল ফোন কেনার জন্য জেলা পরিষদ মার্কেটে যায়। সেখানে বিজয় টেলিকম নামক একটি দোকানে দাম নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দোকানদার ওই ছাত্রকে চড় মারেন। এ খবর পেয়ে ওই মাদ্রাসার অর্ধশতাধিক ছাত্র দোকানটিতে হামলা করে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ৩০-৩৫টি হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অনেক রাতে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। আজ সকালে আহত এক ছাত্র হাসপাতালে মারা যান। এর জেরে আবার শুরু হয় সংঘর্ষ।

সোমবারের সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে পুলিশ সদস্য রাজীব চন্দ্র দাসকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরে পুলিশ-বিজিবি যৌথভাবে ঘটনা সামাল দেয়ার চেষ্ঠা করছে।