English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ২০:৩২

সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে আটক পাঁচ

নিজস্ব প্রতিবেদক
সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে আটক পাঁচ

নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। অাটককৃতদের মধ্যে একজন নারী রয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- আলো সরকার, রিন্টু দাস, প্রসেনজিত কুন্ডু, শঙ্কর সরকার এবং সনজিত মোহান্ত।

জানা যায়, ওই ধর্ষিতা ছাত্রী অভিযুক্ত নারীর বন্ধুর মেয়ে। অভিযুক্ত নারীই ছাত্রীকে ওই চারজনের হাতে তুলে দেয়। এরপর চারজন মিলে নাবালিকাটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষিতা বাড়ি ফিরে মা বাবাকে ঘটনাটি জানায়। এবং থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আটক করে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান করেন, একাজ টাকার বিনিময়ে করেন অভিযুক্ত ওই নারী।