English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৩

গার্মেন্টকর্মীকে জিম্মি করে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টকর্মীকে জিম্মি করে ধর্ষণ

কুমিল্লায় এক গার্মেন্টকর্মীকে (১৮) অস্ত্রের মুখে জিম্মি করে দুইজন ধর্ষণ করে। এ ঘটনায় রাকিব ও কমল নামে দুই ধর্ষককে অাটক করেছে পুলিশ। এরপর আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ধর্ষিতা তরুণী কুমিল্লা ইপিজেডের একটি গার্মেন্ট কোম্পানির শ্রমিক। তার বাড়ি জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে।

ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার ভোরে প্রতিদিনের মতো ওই গার্মেন্ট কর্মী তার ভাড়া বাসা থেকে কুমিল্লা ইপিজেডে কাজে যাওয়ার উদ্দেশে বের হয়। পথিমধ্যে নগরীর হালুয়াপাড়া এলাকায় পৌঁছলে চার যুবক অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পার্শ্ববর্তী নির্জনস্থানে নিয়ে যায়। পরে রাকিব ও কমল নামে দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে গার্মেন্ট কর্মীকে ধর্ষণের কারনে অপর দুই যুবকের সাথে রাকিব ও কমলের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মাঝে হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ধর্ষক রাকিব আহত হয়। এ সময় ধর্ষিতা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে সে বাসায় গিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে গতকাল রাতে ধর্ষিতা গার্মেন্ট কর্মী বাদী হয়ে নগরীর দক্ষিণ চর্থা এলাকার রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৮), এরশাদুল ইসলাম কমল (২৭), জাহিদ (২৫) ও সুমনসহ (২৬) চারজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।   এ প্রসঙ্গে মামলার কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামসুজ্জামান জানান, ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অপরাধে গত রবিবার রাতেই রাকিব ও কমল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।