English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৬:২৫

নোয়াখালীতে জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে জেএমবি সদস্য গ্রেফতার

 

Decrease font

 

নোয়াখালীর মাঝিরঘাটে গ্রেনেড ছুঁড়ে ব্যাবসায়ী হত্যার ঘটনায় জড়িত নুরুন্নবী রাজু (৩০) নামের এক জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। রাজু নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকলমি এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আগে গ্রেফতার হওয়া বুলবুল আহমেদসহ তিন জেএমবি সদস্যের দেওয়া জবানবন্দিতে রাজুর নাম এসেছিল। এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। আসামি রাজুকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।   ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় সাহা করপোরেশনের ব্যবস্থাপকের কাছ থেকে ছিনতাইয়ের সময় গ্রেনেড বিষ্ফোরণ ঘটালে দুজন আহত হন। এর মধ্যে আহত সাহা করপোরেশনের ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।