English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ২১:০৭

দগ্ধ গৃহকর্মী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দগ্ধ গৃহকর্মী মৃত্যু

সিদ্ধেশ্বরী এলাকায় আগুনে দগ্ধ হয়ে শিশু গৃহকর্মী জবা আক্তার (১০) মারা গেছে। শনিবার সকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মেডিকেল বার্ন ইউনিটের সার্জন পার্থ শংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি বলেন, শিশু গৃহকর্মী জবার শরীরের ৯৫ শতাংশই পুড়ে যায়।

এদিকে, জবার লাশ বার্ন ইউনিটের জরুরি বিভাগের মর্গে রয়েছে। স্বজনেরা এলে লাশ হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

জানা যায়, জবা বগুড়ার সোনাতলার আটপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে সিদ্ধেশ্বরীতে কল্লোল নামের এক গৃহকর্তার বাড়িতে কাজ করত। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সিদ্ধেশ্বরীর একটি ভবনে আগুনে পুড়ে দগ্ধ হয় জবা। তাকে গতকালই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

জানা যায়, জবা বগুড়ার সোনাতলার আটপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। সে সিদ্ধেশ্বরীতে কল্লোল নামের এক গৃহকর্তার বাড়িতে কাজ করত।