English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৮:২৪

কলেজে বড়-ছোট বিবাদে শিক্ষার্থী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
কলেজে বড়-ছোট বিবাদে শিক্ষার্থী গুলিবিদ্ধ

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বড়-ছোট (সিনিয়র- জুনিয়র) শিক্ষার্থীর বিবাদে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম নাইমুর রশীদ নাবিল (১৮)। তিনি আইডিয়ার কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

শনিবার দুপুরে ধানমণ্ডি’র বেসরকারি আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান বলেন, আইডিয়াল কলেজের সামনের চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়। এসময় একই কলেজের দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে নাবিল গুলিবিদ্ধ হন। পাশাপাশি বলেন, যারা নাবিলকে গুলি করেছে, তাদের খুঁজে আটক চেষ্টা করছে পুলিশ।

নাবিলের সহপাঠীরা জানান, গতকাল বিকালে কলেজের সামনে চায়ের দোকানে একই বিভাগের সিনিয়র শিক্ষার্থী আশরাফুল ইসলাম পলকের সঙ্গে নাবিলের বাগবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে পলকের বহিরাগত বন্ধু সাইফ হোসেন রোমানসহ প্রায় ২৫  জন ছেলে নিয়ে ঝামেলা সৃষ্টি করে। এসময়ে কলেজের সামনে কয়েক রাউন্ড গুলি করে। পাশাপাশি পলকের সামনেই নাবিলের বাম পায়ে গুলি করে বন্ধু রোমান। এসময়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে শিক্ষার্থীরা ভয়ে নিরাপদ স্থানে চলে যায়।

স্থানীয়রা জানান, কলেজের সামণে চায়ের দোকানে প্রায় ঝগড়া বিবাধ লেগেই থাকে। আমরা এ ধরনের ঘটনা দেখে অভ্যস্ত। কিন্তু গোলাগুলি বিযয়টি এর আগে ঘটেনি। আজ দুপুর বারটার পর থেকে কলেজের অনেক ছাত্র আড্ডা দিচ্ছিল চায়ের দোকানে। এমন সময়ে একই বয়সী প্রায় ২৫ জন ঘটনাস্থলে আসে। এবং কয়েক জনের সাথে মোটমিুটি বাগবিতণ্ডা ঘটতে দেখা যায়। এ ধরনের দৃশ্য প্রায় দেখা যায় বলে, কেউ মাথা ঘামায়নি। এমন সময়ে ঘটনাস্থল থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে দেখা যায় কলেজের একটি ছেলে এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় পরে রয়। পরে তরিঘরি করে তাকে হাসপাতালে নিয়া যায়।