English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৬ ১৯:০০

মেহেরপুরে জামাত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে জামাত নেতা আটক

মেহেরপুর জেলার জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেনকে (৫০) আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

মেহেরপুর থানার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, ‘শুক্রবার বিকালে সদর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।’

হাবিব আরও জানান, আটক ফারুক হোসেনের নামে সদর থানায় পুলিশের উপর হামলা, সরকারি গাছ কাটা ও নাশকতার অভিযোগে এক ডজন মামলা রয়েছে।

এলাকাবাসীরা জানান, ‍শুক্রবার নিজ বাড়ী থেকে বিকাল ৪.৩০টায় জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় মেহেরপুর পুলিশ । আটক ফারুক হোসেন জেলার আশরাফপুর গ্রামের মৃত আনসার আলী ছেলে।