English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১২:৪৫

যুদ্ধাপরাধী মীর কা‌সে‌মের আপিল শুনা‌নি বুধবার

নিজস্ব প্রতিবেদক
যুদ্ধাপরাধী মীর কা‌সে‌মের আপিল শুনা‌নি বুধবার

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আপীল শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন আদালত। আদালতে মীর কাসেম আলীর আইনজীবী উপস্থিত না থাকায় আপিল মামলাটি শুনানির জন্য আগামীকাল বুধবার দিন নির্ধারণ করা হবে। আসামিপক্ষের সময় আবেদনের প‌রিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গতকাল সোমবার বিকেলে এই মামিলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়।

বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে মীর কাসেমের পক্ষে ছিলেন অ্যাড‌ভো‌কেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। 

মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। মীর কাসেম তার ১৫০ পৃষ্ঠার মূল আপিলসহ ১৭৫০ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ থেকে খালাস চেয়েছেন।