English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৭:১৩

গাছে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গাছে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার

সিংহেরখাজুরা গ্রামের একটি বাঁশবাগানের ভেতরে গাছে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে যশোর মণিরামপুর থানা পুলিশ। সোমবার সকালে এই মরদেহ উদ্ধার হয়।

এই ছাত্রীর নাম লিমা খাতুন। মণিরামপুর উপজেলার নেংগুরাহাট মহিলা মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংহেরখাজুরা গ্রামের একটি বাঁশবাগানের ভেতরে লিমা খাতুনের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা বিষয়টি মণিরামপুর থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম বলেন, মেয়েটি নিখোঁজের পর ২ জানুয়ারি তার বাবা একটি জিডি করেন। সোমবার সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কী না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। কিন্তু তিন দিন নিখোঁজ এবং বাঁশবাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই এসব বিষয় পরিস্কার হবে।