English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১১:০৬

গচ্চা দিয়ে হ্যান্ডকাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
গচ্চা দিয়ে হ্যান্ডকাপ উদ্ধার

যশোরের শার্শা থানায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় বাবু নামে এক মাদক ব্যবসায়ী পালিয়েছেন। পরে এক লাখ টাকা গচ্চা দিয়ে হ্যান্ডকাপ উদ্ধার হ্যান্ডকাপটি উদ্ধার করেন পুলিশ। গতকাল বিকেল ৪টায় এ হ্যান্ডকাপটি উদ্ধার হয় বলে জানান এলকাবাসীর।

অভিযোগ মতে, মাদক ব্যবসায়ী বাবুর ভাগ্নির সাথে পুলিশের এক লাখ টাকার গোপন চুক্তিতে বিকেল ৪টার সময় কৌশলে খোয়া যাওয়া হ্যান্ডকাপটি উদ্ধার হলেও পালিয়ে যাওয়া বাবুকে আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, পরাতক মাদক ব্যবসায়ী শার্শার নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত শফিয়ার রহমানের ছেলে।

শুক্রবার দুপুরে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল সিকদার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ছোট ভাই পলাতক আসামি বাবুকে ইয়াবাসহ আটক করে হ্যান্ডকাপ পরায়। পরে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাওয়ার সময় সে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। দিনভর পুলিশ এ নিয়ে অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে শার্শা থানার এএসআই বাবুল সিকদার দ্যাঢাকাপোষ্ঠ.কমকে জানান, বাবুকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। তবে অাসামি হ্যান্ডকাপটি উদ্ধার প্রসঙ্গে কিছু বলেননি।