English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১০:৩৭

নোয়াখালীতে ১১ জন মিলে দুই বোনকে গণধর্ষণ, কথিত প্রেমিক গ্রেপ্তার

নোয়াখালীতে ১১ জন মিলে দুই বোনকে গণধর্ষণ, কথিত প্রেমিক গ্রেপ্তার
গণধর্ষণ ঘটনার প্রধান আসামী সুমন সুধারাম

বিকৃত মানসিকতার নতুন এক নমুনা! নোয়াখালীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে দুই বোনকে ১১ জন মিলে পালাক্রমে ধর্ষণ করেছে কথিত প্রেমিক! এ ঘটনায় সেই কথিত প্রেমিক সুমন সুধারামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সুমন সুধারাম উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত তোফায়েলের  বখাটে ছেলে। মামলার বরাত দিয়ে ওসি আনোয়ার বলেন, “সুমনের সঙ্গে মোবাইল ফোনে গোরাপুর গ্রামের ওই তরুণীর কথাবার্তার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেড়ানোর কথা বলে ওই তরুণীকে ডেকে নেয় সুমন; মেয়েটি ছোট বোনকেও সঙ্গে নিয়ে যায়। দুই বোনকে একটি ধানক্ষেতে নিয়ে গিয়ে ১০ সহযোগীর সঙ্গে মিলে ধর্ষণ করে সুমন।” পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

শুক্রবার সকালে দুই বোনের মধ্যে বড়জন তার সেই কথিত কুলাঙ্গার প্রেমিক  সুমনসহ ওই ১১ জনের বিরুদ্ধে সুধারাম থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপর সে রাতেই সুমন আটক হলেও তার সহযোগীদের ধরা যায়নি বলে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। প্রধান আসামী সুমন ছাড়া বাকি আসামিরা হল- একই গ্রামের সুজন, জাবেদ, রনি, লুতু, মামুন, শাকিল, রাশেদ, আকবর, রিয়াজ ও হেলাল।

দুই বোন পুলিশ হেফাজতে রয়েছে। আজ শনিবার তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।