English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৬:১১
রাজীব হত্যা মামলা

গণজাগরন মঞ্চের রায় প্রত্যাখ্যান : বিক্ষোভ কর্মসূচী ঘোষণা

গণজাগরন মঞ্চের রায় প্রত্যাখ্যান : বিক্ষোভ কর্মসূচী ঘোষণা

ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরন মঞ্চ। রাজীবের আত্মস্বীকৃত খুনিদের সর্বোচ্চ সাজা না হওয়ায় শাহবাগে আজ বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ এবং সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া নিহত রাজীবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

আজ দুপুর ১২টায় বহুল আলোচিত ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার শোভন হত্যার মূল পরিকল্পনাকারী নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের রায় দেন আদালত।বাকী ছয়জন অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত।

রায়ের প্রতিক্রিয়ায় গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন- এ রায় প্রত্যাখ্যান করছি। কেননা এ রায়ে আত্মস্বীকৃত খুনিদের সর্বোচ্চ দণ্ড দেয়া হয়নি। তা ছাড়া ঘটনাগুলোর নির্দেশদাতার শাস্তি কীভাবে ৫ বছর হয়, তা আমাদের কাছে বোধগম্য নয়। আমি মনে করি, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।

চাঞ্চল্যকর এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে মাকসুদুল হাসান অনিককে। বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্তরা হলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রাহমানি, মো. এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ, নাফিজ ইমতিয়াজ ও সাদমান ইয়াছির মাহমুদ।