English Version
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫৯

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বন্যহাতি আহত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বন্যহাতি আহত

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় এলাকায় ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় বন্যহাতি আহত হয়েছে। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজার স্পেশাল ট্রেন অভয়ারণ্যের ভেতর নির্মিত এলিফ্যান্ট ওভারপাস পার হবার পর রেললাইনের উপর একদল বন্যহাতি উঠে পড়ে। ট্রেনের গতি কম থাকায় সব হাতি রেললাইন অতিক্রম করতে পারলেও একটি বন্যহাতি ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডুলাহাজারা সাফারী পার্ক থেকে চিকিৎসক এসে আহত হাতির চিকিৎসাসেবা দেয়া হয়।