English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২২ ১০:২৬

চট্টগ্রামে আরও ৭৩৮ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে আরও ৭৩৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরও ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এসময় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬ হাজার ৪৫৭ জনে এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৮ জনে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৯১ জনের মধ্যে লোহাগাড়ায় ২, সাতকানিয়ায় ১৩, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ২, চন্দনাইশে ৩, পটিয়াতে ৪, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় ৩, রাউজানে ৪, হাটহাজারীতে ২১, ফটিকছড়িতে ৩, সন্দ্বীপে ২ ও সীতাকুণ্ড উপজেলার ১৫ জন রয়েছেন।