English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০২১ ১২:৩০

পানি বাড়ছে পদ্মায়, পানিবন্দি ৪০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক
পানি বাড়ছে পদ্মায়, পানিবন্দি ৪০ হাজার মানুষ

গত ১৫ দিনেরও বেশি সময় ধরে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া কয়েক হাজার জনবসতি, ফসল ও রাস্তাঘাট তলিয়ে গেছে।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী জেলার ৪টি উপজেলার ১৩ ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় ইতোমধ্যে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তবে বন্যা দুর্গত এলাকায় ফসলি জমি প্লাবিত হওয়ার কোন হিসেব জেলা প্রশাসনের কাছে নেই।

এদিকে পদ্মায় গত ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে পদ্মার পানি দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সিমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব।