English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০২১ ১৯:৩৩

চট্রগ্রামে আবার টিকা দেওয়া শুরু

অনলাইন ডেস্ক
চট্রগ্রামে আবার টিকা দেওয়া শুরু

চট্টগ্রাম নগরীতে সোমবার (১৬ আগস্ট) থেকে ফের শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। রোববার (১৫ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শুধুমাত্র নির্দ্দিষ্ট দিনে এসএমএস প্রাপ্তদের টিকা দেওয়া হবে। নির্দ্দিষ্ট তারিখ ও কেন্দ্র ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। যারা নিবন্ধন করেছেন ও এসএমএস পাবেন তাদের প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা দেওয়া হবে। আর যারা এর মধ্যে মর্ডানার প্রথম ডোজ নিয়েছেন তাদের শুধু দ্বিতীয় ডোজে মর্ডানার টিকা দেওয়া হবে।

এছাড়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাও এসএমএস পাওয়া সাপেক্ষে বিকেল ৩টা থেকে দিতে পারবে। তবে, অ্যাস্ট্রাজেনেকা টিকার ক্ষেত্রে যাদের এসএমএস নেই কিন্তু দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান তাদের ২১, ২২, ২৩ আগস্ট বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল। তবে এক্ষেত্রে টিকাকার্ড দেখাতে হবে। টিকা স্বল্পতায় চট্টগ্রাম নগরীতে ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত টিকা দেওয়া বন্ধ ছিল।