English Version
আপডেট : ১০ আগস্ট, ২০২১ ২১:৩৩

কক্সবাজারে খুলছে হোটেল-মোটেল, সৈকত-পর্যটনকেন্দ্রে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
কক্সবাজারে খুলছে হোটেল-মোটেল, সৈকত-পর্যটনকেন্দ্রে নিষেধাজ্ঞা

করোনায় বন্ধ থাকা কক্সবাজারের হোটেল-মোটেল আগামীকাল বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে। তবে হোটেল কক্ষ ভাড়া দেয়া যাবে না পর্যটকদের। এছাড়াও সৈকত ও অন্যান্য পর্যটন স্পটে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে প্রশাসন। 

মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, ‘প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। কোনোভাবেই পর্যটককে কক্ষ ভাড়া দেয়া যাবে না। যারা কক্সবাজার আসবেন তাদের পর্যটন স্পটে যেতে বারণ করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না।’কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আমিন আল পারভেজ বলেন, ‘জরুরি কাজে যারা কক্সবাজার আসবেন শুধু তাদেরই হোটেলে রাখা যাবে। আগতরা পর্যটন স্পটগুলোতে যেতে পারবেন না।