English Version
আপডেট : ৫ আগস্ট, ২০২১ ১৫:২২

নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৩ শতাংশ

অনলাইন ডেস্ক
নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৩ শতাংশ

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯শতাংশ। এদিন ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৮০৪জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ৬১ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৩ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৬শতাংশ।সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, সুবর্ণচরে ১৩ জন, হাতিয়ার ৫ জন, বেগমগঞ্জের  ১২ জন, সোনাইমুড়ীর ২ জন, চাটখিলের ১৩ জন, সেনবাগের ৯ জন, কোম্পানীগঞ্জের ৯২ জন, কবিরহাটের ৩০জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন দশ হাজার ৫৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৩শতাংশ।

এদিকে, কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯১ জন।