English Version
আপডেট : ৪ আগস্ট, ২০২১ ১৬:০৬

রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ৩২ শতাংশে দাঁড়াল

অনলাইন ডেস্ক
রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ৩২ শতাংশে দাঁড়াল

রংপুর বিভাগে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার বেড়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরে ৪ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, কুড়িগ্রামে ২ জন, নীলফামারীতে ২ জন মৃত্যুবরণ করেছেন। 

এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৭৮ জনে। এ পর্যন্ত দিনাজপুরে ২৭৯ জন, রংপুরে ২১৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৯, নীলফামারীতে ৭১, পঞ্চগড়ে ৬১, লালমনিরহাটে ৫৬, কুড়িগ্রামে ৫৬ ও গাইবান্ধায় ৫০ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৯ জন। দেহে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। 

এর মধ্যে দিনাজপুরে ৫৫ জন, রংপুরে ১৬৯ জন, নীলফামারীতে ২৬ জন, পঞ্চগড়ে ৫৯ জন, কুড়িগ্রামে ৮৩ জন, গাইবান্ধায় ৪৪ জন, ঠাকুরগাঁওয়ে ৫৯ জন ও লালমনিরহাটে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। মোট ২ লাখ ২২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ হাজার ৪৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।