English Version
আপডেট : ৪ আগস্ট, ২০২১ ১৩:৫১

ফের নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
ফের নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুপুর ১২টায় আমরা আগুনের খবর পাই। রূপসী এলাকার ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে এখন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এরআগে, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ-এর সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু ঘটেছে। যাদের ৪৯ জনের লাশ পুড়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১০ জুলাই একটি হত্যা মামলা করেন থানা পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি।