English Version
আপডেট : ৪ আগস্ট, ২০২১ ১২:০৬

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীর চাপ

অনলাইন ডেস্ক
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রীর চাপ

 কেন্দ্র করে ঈদ উদযাপনের পর থেকেই রাজধানীসহ কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। আবার ঈদে যারা বাড়ি যেতে পারেননি তারা অনেকটাই ঝামেলাহীন পদ্মা পাড়ি দিচ্ছে বাংলাবাজারের উদ্দেশ্য। আগে বাড়ি ফেরতে না পারা যাত্রীরা ফিরছে বাড়ি।   

বুধবার (৪ আগস্ট) সকাল হতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি ও লঞ্চে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে। তবে বাড়ি ফেরা মানুষের চাইতে কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যা কয়েকগুন বেশি।

এদিকে শিমুলিয়াঘাটে পরাপারের অপেক্ষায় এখনো ব্যাক্তিগত ও পন্যবাহী গাড়ির দীর্ঘ সারি। বিআইডাব্লিউটিসি সূত্রে জানাযায় ঘাটে ব্যাক্তিগত ও পন্যবাহী মিলিয়ে ২ শতাধিক গাড়ি পদ্মা পারের  শিমুলিয়া ঘাট এলাকায় অপেক্ষায় আছে। অন্যদিকে লঞ্চে  চলাচল বন্ধ রয়েছে। 

বিআইডাব্লিউটিস শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মোঃ ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য ব্যাক্তিগতগাড়ি মিলিয়ে ২ শতাধিক যানবাহন রয়েছে। সকাল থেকে যাত্রী এবং মোটরসাইকেল চাপ রয়েছে ফেরি গুলোতে।  

তিনি আরো জানান, পদ্মায় তীব্র স্রোতে নৌরুটে ফেরি চলাচলে বেশি সময় আর ঘাটে থাকা যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। বেশ কিছুদিন ধরে টানা ফেরি গুলি বন্ধ রয়েছে।শিমুলিয়া ঘাট এর চাইতে বাংলা বাজার ঘাট থেকে সাধারণ যাত্রী নিয়ে ফেির এগুলো শিমুলিয়া ঘাট আসছে।