English Version
আপডেট : ৩ আগস্ট, ২০২১ ১৬:১৭

টাঙ্গাইলে বিধি নিষেধ অমান্য করায় ১২ মামলায় ৩৪০০ টাকা জ‌রিমানা

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে বিধি নিষেধ অমান্য করায় ১২ মামলায় ৩৪০০ টাকা জ‌রিমানা

টাঙ্গাইলের বাসাইলে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কঠোর বিধি নিষেধ অম‌ান‌্য করায় ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ্যমে ১২টি মামলায় মোট ৩ হাজার ৪০০ টাকা জ‌‌রিমানা করা হ‌‌‌য়ে‌ছে। ৩ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে বাসাইল পৌর এলাকা, বাসস্ট‌্যান্ড, কাচাবাজার এবং জনবহুল স্থান সমূহে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় করোনা প্রতিরোধে সরকার ঘো‌ষিত বিধি নিষেধ অমান‌্য করায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং অর্থদন্ড হিসাবে ৩ হাজার ৪০০ টাকা আদায় করা হয়।

এ সময় বাসাইল থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। এছাড়া উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পথচারীদের মাস্ক বিতরন করা হয়।

এবিষয়ে নাহিয়ান নূরেন বলেন, “ ক‌রোনা প্রতি‌রো‌ধে সরকার নি‌র্দেশিত বিধি নিষেধ মানতে জনগন‌কে উদ্ভুদ্ধ করা এবং জনসাধার‌নের মা‌ঝে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে এবং আইন না মানলে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।”