English Version
আপডেট : ৩ আগস্ট, ২০২১ ১৫:৫১

বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত্যু এবং শনাক্ত কমেছে

অনলাইন ডেস্ক
বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত্যু এবং শনাক্ত কমেছে

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৩জন এবং উপসর্গে ৮জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার ৩জন হলেন- সদরের শামীম আরা (৬০), দুপচাঁচিয়ার শ্রী মুক্তা (১৭) এবং সারিয়াকান্দির মওদুদ আহমেদ (৭০)। এর মধ্যে মওদুদ আহমেদ নিজ বাড়িতে মারা যান। এছাড়া বগুড়ার বাইরের জেলার ৪জন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন। মোট মৃত্যুর সংখ্যা বগুড়ার নতুন ৩ জনসহ ৫৮৫জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩ আগষ্ট) অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি আরো জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৯ নমুনায় নতুন করে আরও ৮১জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। এদের মধ্যে সদরের ৪১, শেরপুরে ১৩, কাহালুতে ৫, গাবতলীতে ৫, শাজাহানপুরে ৫, সারিয়াকান্দিতে ৩, সোনাতলায় ৩, শিবগঞ্জে ২, দুপচাঁচিয়ায় ২, আদমদীঘি ও নন্দীগ্রামে একজন করে।এছাড়া একই সময়ে করোনা থেকে ১৬৫জন সুস্থতা লাভ করেছেন।

ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ২০১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ২১৯জন। এছাড়া জেলায় ১ হাজার ৩৯৭জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।