English Version
আপডেট : ৩ আগস্ট, ২০২১ ১২:৫৫

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬১ শতাংশ

অনলাইন ডেস্ক
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬১ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। ৩২৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ।

আজ মঙ্গলবার (৩ আগস্ট)  সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, নতুন শনাক্ত ১৯৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের ৯২ জন, সাটুরিয়ার ৩১ জন, ঘিওরের ৩১ জন, শিবালয়ের ২০ জন, দৌলতপুরের ১২ জন, হরিরামপুরের ১০ জন ও সিংগাইর উপজেলার তিন জন রয়েছেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত করোনায় ৮৪ জন মারা গেছেন বলেও জানিয়েছেন তিনি।