English Version
আপডেট : ২ আগস্ট, ২০২১ ১২:১৩

পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গণপরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি এবং ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকরা। সোমবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং সিঅ্যান্ডবি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে ছোট ছোট যানবাহন আটকা পড়ে। এতে মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিক আব্দুর রহমান জানান, গড়গড়িয়া মাষ্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত যেতে অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ টাকা দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।

রহিমা আক্তার নামে এক গ্রার্মেন্টস শ্রকিক জানান, তার বাসা কারখানা থেকে আট কিলোমিটার দূরে। স্বাভাবিক সময়ে বাস ভাড়া ১০ থেকে ১৫ টাকা। আজ অটোচালক ১০ টাকার বাসভাড়া ১২০ টাকা চাচ্ছেন। অনেকক্ষণ অপেক্ষা করে কোনো যান না পেয়ে বাধ্য হয়ে তিনি ৮০ টাকা ভাড়ায় কাজে যোগ দিয়েছেন।

আরেক কারখানার শ্রমিক হোসেন আলী জানান, কারখানা খুলে দেওয়া হলেও যাতায়াতের কোনো সুব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচলকারী লোকাল বাস, সিএনজি ও অটোরিকশা গলাকাটা ভাড়া আদায় করছে। কোনো কোনো ক্ষেত্রে ভাড়া তিন থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে। যারা মহাসড়কে এ ভাড়া নিয়ন্ত্রণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহনে বেশি ভাড়ামাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহনে বেশি ভাড়া নেওয়া হবে না বলে শ্রমিকদের আশ্বাস দিলে শ্রমিকরা সকাল সাড়ে ৯টায় অবরোধ তুলে নেন।