English Version
আপডেট : ১ আগস্ট, ২০২১ ১৭:৩৭

চাঁদপুরে বজ্রপাতে কিশোর নিহত

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বজ্রপাতে কিশোর নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাস্টার বাজার এলাকায় বজ্রপাতে কামরুল বকাউল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার এক সহপাঠী আহত হয়েছে।

রবিবার দুপুরের দিকে মাষ্টার বাজারের বাকঁড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল বকাউল বাঁকড়া গ্রামের মিলন বকাউলের ছেলে। আহত শহিদুল বকাউল একই বাড়ি। সম্পর্কে তারা চাচাতো জ্যাঠাতো ভাই। 

সহপাঠী মুন্না বকাউল জানান, সকালে তারা মাস্টার বাজার এলাকায় ঘুরতে বের হয়ে একটি ব্রিজের উপর বসে বেশ কিছু সময় কাটান। পরে আকাশ ঘোলাটে দেখে তারা একত্রে বাড়ির দিকে রওয়ানা দেন। তাদের ৩ জনের মধ্যে মুন্না তাদের কাছ থেকে কয়েক হাত দূরে ছিল। বাড়ির কাছাকাছি যেতেই বিকট শব্দে তাল গাছের উপর থেকে বজ্রপাত হয়ে তাদের গায়ে পড়ে। তখন মুন্না কান বন্ধ করে মাটিতে বসে পড়ে। সে পিছনে তাকিয়ে দেখে কামরুল ও শহিদুল মাটিতে পড়ে আছে। সে তাদের কাছ থেকে একটু দূরে থাকায় তেমন কিছুই হয়নি। স্বজনরা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডা. ফরহাদুল করিম বলেন, বজ্রপাতে তার ফুসফুস ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। বজ্রপাতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। স্বজনরা হাসপাতালে নিয়ে আসায় পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত পাই।