English Version
আপডেট : ১ আগস্ট, ২০২১ ১৬:১০

বগুড়ায় লকডাউন বাস্তবায়নে জরিমানা

অনলাইন ডেস্ক
বগুড়ায় লকডাউন বাস্তবায়নে জরিমানা

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা, কঠোরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকার পরেও জেলায় করোনাভাইরাসের সংক্রমণ কমছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন সাধারণ মানুষ বাজার, ওষুধ কেনাসহ নানা অজুহাতে বাহিরে আসছেন। মিথ্যা অজুহাতে বাহিরে আসায় অনেকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ঈদের পর গত ৮দিনে জেলায় প্রায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

জানা যায়, গত ২৩ জুলাই থেকে ঘোষিত লকডাউনের প্রথম দিনে বগুড়ায় কঠোরভাবে পালন হলেও এরপর থেকে যত সময় গড়িয়েছে ততটায় লকডাউনের মধ্যে সাধারণ মানুষের ভিড় বেড়েছে শহরে। বিভিন্ন অজুহাতে শহরে প্রবেশ করে ঘন্টার পর ঘন্টা অবস্থান করছে। ফলাফল হিসেবে জেলায় করোনা ভাইরাসের দাপট কমেনি। জুলাই মাসে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, বগুড়ায় জেলায় করোনার শুরু থেকে মারা যাওয়ার মধ্যে চলতি বছরের জুলাই মাসেই সবচেয়ে বেশি মারা গেছে করোনা ও উপসর্গে। এদিকে জেলায় করোনার প্রকোপ ঠেকাতে ও মানুষকে ঘরে রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন ও দায়িত্ব পালন কারী আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। করোনা সংক্রমণ, মৃত্যু, প্রশাসনের অভিযান, জরিমানা, বিভিন্ন বাহিনীর সচেতনতা কার্যক্রম কোন কিছুতেই মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা কারনে মানুষ ঘরের বাইরে আসছে। সবমিলে মানুষের অসচেতনায় ও বেপরোয়া মনোভাবের কারণে কঠোর বিধিনিষেধ যেমন কঠোর করা যাচ্ছে না তেমনি কমনো যাচ্ছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের হার। তবে মানুষের মাঝে আগের তুলনায় মাস্ক ব্যবহারের হার বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফিজার রহমান জানান, সর্বশেষ ১ আগস্ট পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৭ জন। মোট ১৮ হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬১ জন। এছাড়া জেলায় ১ হাজার ৫৬১ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বগুড়ায় লকডাউনের ৮ দিনে করোনায় আক্রান্ত মারা গেছেন ৩৭ জন ও উপসর্গে মারা গেছেন আরও ৬৪ জন।

বগুড়া জেলা প্রশাসন সুত্রে জানা যায়, চলতি লকডাউনের প্রথম দিন থেকে বগুড়ায় কঠোর বিধিনিষেধ পালনে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সেনাবাহীনি, বিজিবি মাঠে দায়িত্ব পালন করে যাচ্ছে। সারাজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ দিনে জরিমানা আদায় হয়েছে সাড়ে ১১ লাখ টাকার বেশি। ২৩ জুলাই থেকে ৩০ জুলাই বিকেল পর্যন্ত এই ৮ দিনে ১ হাজার ২৬৪ টি মামলায় ১১ লাখ ৭৩ হাজার ৮৭০ টাকা জরিমানা আদায় করেছে বগুড়া জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। 

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাইম জানিয়েছেন, জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বগুড়ায় প্রতিদিনই ভ্রাম্যমান অভিযান পরিচালিত হচ্ছে। সরকারী বিধি নিষেধ কার্যকরে আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হচ্ছে। ২৩ থেকে ৩০ জুলাই ১১ লাখ ৭৩ হাজার ৮৭০ টাকা জরিমানা আদায় করেছে বগুড়া জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

লকডাউন কঠোর করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৩৩৩ এর মাধ্যমে উপকারভোগিদের কাছে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। ৩০ জুলাই পর্যন্ত ৯ হাজার ৯০ জন উপকারভোগিরদের খাবার পৌঁছানো হয়েছে। এই প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যারা লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে জেলা প্রশাসক জিয়াউল হক খাদ্য সামগ্রী কখনো নগদ অর্থ প্রদান করেছেন।