English Version
আপডেট : ১ আগস্ট, ২০২১ ১৫:২১

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১ আগস্ট) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাত, খুলনায় ও ঝিনাইদহে পাঁচজন করে, বাগেরহাটে তিন, নড়াইলে ও চুয়াডাঙ্গায় দুজন করে মারা গেছেন।

এর আগে শনিবার বিভাগে ১৯ জনের মৃত্যু এবং ৫৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৩ হাজার ৮১২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৪২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৯৫ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।