English Version
আপডেট : ৩১ জুলাই, ২০২১ ১৫:৪৭

খুলনা বিভাগে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক
খুলনা বিভাগে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত শুক্রবার বেলা ১২টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিভাগে এ যাবৎকালের সর্বনিম্ন ১৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে ১৪৬ জন। শনিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ ফেরদৌসী আক্তার। ডা. ফেরদৌসী আক্তার জানান, এনিয়ে খুলনা বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৮ জন। আর মোট আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৯৩৩ জন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৪ জন, যশোর ও ঝিনাইদহে ৩ জন করে, চুয়াডাঙ্গায় ২জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৩২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৭৮৬ জন।