English Version
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১৬:৩০

মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

অনলাইন ডেস্ক
মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। 

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)-এর মেয়র ইকরামুল হক টিটু ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজর সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) এসব সিলিন্ডার দেন। 

এছাড়াও একই অনুষ্ঠানে মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে করোনা রোগীদের সেবায় একটি অ্যাম্বুল্যান্স ও আটটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে। বুধবার (২৮ জুলাই) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন তারা। 

এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, কোভিড-১৯ রোগীর চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন। সেই অক্সিজেনের সংকটে যেন না পড়তে হয় সেজন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আহ্বানে সাড়া দিয়ে ৫০টি অক্সিজেন সিলিন্ডার আমরা দিয়েছি। করোনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক শামীম বলেন, হাসপাতালের যেকোনা সংকট মোকাবিলায় আমরা আপনাদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। 

এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ'র সভাপতি ডাঃ মতিউর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক এইচ এ গোলন্দাজ, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানসহ প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ চেম্বারের সহসভাপতি শংকর সাহাসহ প্রমুখ।