English Version
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১০:২৮

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, মাছ না ধরেই ফিরতে হচ্ছে জেলেদের

অনলাইন ডেস্ক
লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, মাছ না ধরেই ফিরতে হচ্ছে জেলেদের

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আবহাওয়া এত খারাপ যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর শত শত ট্রলার সমুদ্রে রওয়ানা দিলেও মাছ না ধরেই ফিরতে হয়েছে উপকূলে। মাছ না ধরতে পেরে দুশ্চিন্তায় জেলেরা।

বৈরি আবহাওয়ায় কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে আশ্রয় নিয়েছে ট্রলারগুলো।

আলীপুর বন্দরে আশ্রয় নেয়া এফবি সাজ্জাত ট্রলারের মাঝি মানির বলেন, ‘২৪ জুলাই ১৫ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে আসতে হয়েছে।’মাঝি নাসির উদ্দিন বলেন, ‘আবহাওয়া এত খারাপ যে সাগরে টিকতে না পেরে ঘাটে আশ্রয় নিয়েছি।’

আলীপুর মৎস্য বন্দরের আড়তদার আয়নাল খা বলেন, ‘দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পর অনেক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা ফিরে এসেছে এবং অনেকে যেতেই পারেনি।’

আলীপুর মৎস্য আড়ত সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গত কয়েকদিন আগে মাছ ধরতে ট্রলারগুলো সাগরে যায়। কিন্তু হঠাৎ সাগর উত্তাল হওয়ায় প্রায় সহস্রাধিক ট্রলার আলীপুর মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে।’