English Version
আপডেট : ২৭ জুলাই, ২০২১ ১৩:৫৭

ধর্ষণের পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সেই যুবক

অনলাইন ডেস্ক
ধর্ষণের পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সেই যুবক

সাজ্জাদুল আলম শাওন,জামালপুর থেকে: জামালপুরের মাদারগঞ্জে ১০ম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে বখাটে সাব্বির রহমানকে আটক করা হয়েছে। মাদারগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে (১৯) প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেন একই এলাকার আতাহার আকন্দের ছেলে বখাটে সাব্বির রহমান।

ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে ও ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে। গত (২৩ জুলাই) ঐ কিশোরীকে আবারও ধর্ষণের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা প্রত্যাখান করেন। পরবর্তীতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণ করা হয় তাকে। ওই ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সাব্বির।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ২৫ জুলাই রাতে সাব্বির রহমানকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বিডি ২৪ লাইফকে জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি ধারায় মামলা হয়েছে। আসামি সাব্বিরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।