English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৬:৪১

টাঙ্গাইলে চলছে ‘সর্বাত্মক লকডাউন’

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে চলছে ‘সর্বাত্মক লকডাউন’

টাঙ্গাইলে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের চতুর্থ দিন। আজ সোমবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান করছে। শুধুমাত্র জরুরী ও প্রয়োজনীয় যানবাহনগুলো চলছে। 

অনেক মানুষকে অটো রিক্সায় বা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। লকডাউন পালনে মাঠে রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন মাধ্যমে চালনো হচ্ছে প্রচারণা। স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিকদের টাঙ্গাইল জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, লকডাউন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অকারণে বাইরে বের হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।