English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৫:৩১

লকডাউন, শহর ও গ্রামের চিত্র ভিন্ন

অনলাইন ডেস্ক
লকডাউন, শহর ও গ্রামের চিত্র ভিন্ন

করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনে শহর ও গ্রামের চিত্র ভিন্ন। লকডাউন বাস্তবায়নে প্রশাসন শহরাঞ্চলে কঠোর অবস্থানে থাকলেও গ্রামাঞ্চলে একেবারে শিথিল। গ্রামাঞ্চলের হাট-বাজার, বিনোদন কেন্দ্র ও ওয়াপদা বাঁধগুলোতে মানুষের ভিড় কমছে না। স্বাস্থ্যবিধিও সেখানে উপেক্ষিত। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। কেউবা থুতনির নিচে মাস্ক পড়ে অবাধে ঘোরাঘুরি করছে। সামাজিক দূরত্বের বালাই নেই। এতে জেলায় করোনার ঝুঁকি ক্রমশই বাড়ছে। 

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৮৮জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় মারা গেছে ২জন। আবার শহরেও অনেকে পেটের তাগিদে ঘর থেকে বের হচ্ছে। আবার অনেকে অকারণে ঘর থেকে বের হচ্ছে। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনকে জরিমানা করেছে। 

জেলা প্রশাসক ড. ফারুক আহমদ জানান, লকডাউন বাস্তবায়নে প্রতিটি উপজেলায় নির্বাহী অফিসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যারা অকারণে ঘোরাঘুরি করছে বা মাস্ক পরছে না তাদেরকে জরিমানাসহ সচেতন করা হচ্ছে।