English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৩:৫৪

ফুলপুরে অপহৃত তরণীকে ৩ দিন পর উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক
ফুলপুরে অপহৃত তরণীকে ৩ দিন পর উদ্ধার, আটক ২

ময়মনসিংহের ফুলপুরে ১৪ বছরের এক তরণীকে অপহরণের ৩দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে চর কাজিয়াকান্দা পুরাতন ডাকবাংলা রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমসহ অপহরণের দায়ে আকাশ মিয়া (২২) ও তার খালু মোজাম্মেলকে গ্রেফতার করে পুলিশ। 

আকাশ উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আর মোজাম্মেল চরপাড়া গ্রামের বাসিন্দা। 

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই মনোরঞ্জন বলেন, মেয়েটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়েছিল। পরে ফুলপুরে নিয়ে আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অপহরণকারী আকাশ মিয়া ও চরপাড়া গ্রামের তার খালু মোজাম্মেলকে গ্রেফতার করা হয়েছে। এসময় অপহৃত তরণীকেও উদ্ধার করা হয়। পরে রবিবার অপহারণকারীদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর চিকিৎসার জন্যে মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।